শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

কোয়ারেন্টাইনে থাকতে চাইলে বাড়িতে যা যা রাখা প্রয়োজন

প্রকাশঃ

করোনাভাইরাসের সংক্রামনে গোটা বিশ্বে বিপর্যয় নেমে এসেছে। প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বব্যাপী মানবজাতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তাই আতঙ্ক বিরাজ করছে বিশ্বের সর্বত্র। ভয়াবহ এই রোগ প্রতিরোধের জন্য বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে।

স্কুল-কলেজ বন্ধ, বহু বেসরকারি অফিস ব্যবস্থা নিয়েছে বাড়িতে থেকেই কাজ করার। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে সপ্তাহব্যাপী বন্ধ থাকবে শপিং মল। ঘরে থাকতে হলে প্রয়োজনীয় খাবার ও অন্যান্য জিনিস নিয়ে রাখুন।

দু’ সপ্তাহ ভালোভাবে চলে যাবে, সেই পরিমাণ জিনিসপত্র, খাদ্য কিনে রাখলেই যথেষ্ট! যা যা রাখতে পারেন:

– বাড়িতে শিশু থাকলে তাদের খাবার (বেবি ফুড), ডায়াপার, বাচ্চাদের অন্যান্য দরকারি জিনিস অবশ্যই সংগ্রহে রাখুন।

– চাল, ডাল, আটা, ময়দা, ঘি, মাখন, তেলের মতো যে সব খাদ্যবস্তু বেশিদিন থাকলেও নষ্ট হয় না, সে সব কিনে রাখুন। ডিম কিনে রাখুন বেশি করে।

– নানারকম বিস্কুট মুড়ি-চানাচুর- চিপসের মতো টুকটাক খাবার রাখুন সংগ্রহে। চা আর কফি খাওয়ার জন্য দুধ-চিনি, কফিমেট।

– আলু, পেঁয়াজ, আদা, রসুনসহ সব ধরনের মশলা।

– শুকনো খাবার, খেজুর, বেরিজাতীয় ফল, কাজু-কিশমিশ-বাদামজাতীয় খাবার কিনে রাখুন।

এছাড়াও করোনা থেকে বাঁচার প্রথম ও প্রধান ধাপ হল পরিষ্কার-পরিচ্ছন্নতা। এজন্য পর্যাপ্ত পরিমাণে সাবান, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার, ডিটারজেন্ট পাউডার কিনুন।

ওষুধ, তুলা, অ্যান্টিসেপটিক হাতের কাছে রাখবেন। যারা নিয়মিত ওষুধ খান, তারা অবশ্যই দু’ সপ্তাহের ওষুধ কিনে রাখবেন। টর্চ, মোমবাতি, দেশলাইয়ের মতো জরুরি সরঞ্জাম সংগ্রহে রাখুন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ