শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকার মহাখালীতে এক্সিম ব্যাংকের ১২৪তম শাখা উদ্বোধন

প্রকাশঃ

অব্যাহত অগ্রযাত্রার পরিক্রমায় রাজধানী ঢাকার অভিজাত আবাসিক এলাকা মহাখালী ডিওএইচএস সংলগ্ন এসকেএস টাওয়ারে ব্যাংকের ১২৪তম শাখা উদ্বোধন করলো এক্সিম ব্যাংক। আজ (১৮ জুন ২০১৯) মহাখালী ডিওএইচএস শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই শাখাটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এমপি, সাবেক মন্ত্রী ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খান, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ, মেজর অব. খন্দকার নুরুল আফসার, মোঃ নূরুল আমিন ফারুক, লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার), অধ্যাপক মোঃ সেকান্দার খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং উর্দ্ধতন সেনা কর্মকর্তাবৃন্দসহ এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার বলেন, ডিওএইচ সংলগ্ন এই এলাকায় একটা শাখা স্থাপন করা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। আজ সেই স্বপ্ন পুরণের দিনে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট সকলকে এবং রাওয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি এক্সিম ব্যাংকের এই শাখা একাধারে এই এলাকার আভিজাত্য ও ব্যবসায়িক কর্মকা-ের মেলবন্ধন সৃষ্টি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের জন্য শুভ কামনা জানিয়ে অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খান, রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান মেজর অব. খন্দকার নুরুল আফসারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের বিভিন্ন আমানত ও বিনিয়োগ প্রকল্প সম্পর্কে আলোচনা করেন এবং সবাইকে এক্সিম ব্যাংক মহাখালী ডিওএইচএস শাখার সাথে ব্যাংকিং করার আহ্বান জানান।

Latest Upload ITIL Test Prep For Exin Certification

Now that these two problems have been brought together, is the problem solved This is really a double edged sword. It should have been a lively place, how ITIL Test Prep can it become so quiet According to the house number on the paper, look for the past Exin Certification ITIL one by one. He also wants to have a dying. If he If you EXIN ITIL Test Prep run into someone else, maybe he will be lucky to succeed but http://www.passexamcert.com/ITIL.html who made him feel that it is me It s a pity Unfortunately Of course, from the perspective of the supporting role, the old six Not a little, no EXIN ITIL Test Prep contribution I still have a fair evaluation of the old six Old Mongolia is against me, how can I say ITIL V3 Foundation it Without Lao Meng, there would be EXIN ITIL Test Prep no today. In this sense, cousins, you are the victim of life, and you are the savior of our village at the same time. You are also a teacher to die before you die.

People on the official career have no reputation but EXIN ITIL Test Prep can go up. She didn t even EXIN ITIL Test Prep think that the response Exin Certification ITIL of the prosperous was so fierce. However, Ning an is still busy all ITIL V3 Foundation day long busy with the procedures for renting two other land gangs busy arranging the mulberry seedlings and EXIN ITIL Test Prep eucalyptus seedlings to be used in the early spring of the next year busy going to ITIL Test Prep ITIL Test Prep the agricultural school to ask the teacher to ask for advice The method of cocoon production.

He only thought that he was Niu Wenhai, but ITIL V3 Foundation he did not think that he Exin Certification ITIL was also EXIN ITIL Test Prep the father of Niu Shunxiang. You have to Exin Certification ITIL Test Prep be so good, wait for you half a month later and return to jade. Although the two rural women even the big characters do not know it but also EXIN ITIL Test Prep profoundly understand although the chickens are broken, every major event is not ruined. You don t mention that he is different EXIN ITIL Test Prep from us. I doubt if everyone will have ITIL Test Prep a view. Of course, the last misfortune belongs to us.

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ