শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে BizCare-কে এমটিবি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান

প্রকাশঃ

এমটিবি ফাউন্ডেশন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায়, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস্্ (এসডিজিস্)-এর সাথে সামঞ্জস্য বজায় রেখে বিজ্কেয়ার-কে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে এবং মানুষের শারীরিক স্বাস্থ্য ও মানসিক বিকাশে, এমটিবি ফাউন্ডেশন বিজ্কেয়ার-এর এই কর্মসূচিতে সংঘবদ্ধ হয়েছে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, বিজ্কেয়ার-এর ‘ম্যানগ্রোভ চিলড্রেন’ প্রকল্পে ও সদ্য সংযোজিত কর্মসূচি ‘লার্নিং থ্রু স্পোর্টস্’ ও ‘স্পোর্টস ফর ডিস্অ্যাবলড্’-এ অবদান রাখার নিমিত্তে, এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় মহিউদ্দীন বাবর, প্রধান কার্যনির্বাহী, বিজ্কেয়ার-এর হাতে একটি চেক হস্তান্তর করেন । এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান এবং ডেপুটি হেড অব কমিউনিকেশন্স, সামিয়া চৌধুরীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমটিবি ফাউন্ডেশন-এর অর্থায়নে, পৃথিবীর বৃহত্তর “ম্যানগ্রোভ ফরেস্ট”, সুন্দরবনের পাশেই অবস্থিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ-এ কোলবাড়ী নেকজানিয়া উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থীদের মাঝে সুন্দরবনের পরিবেশ, রক্ষণাবেক্ষন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিভিন্ন উপায়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। এই কর্মসূচীর আওতায় একটি ইকো-লাইব্রেরী ও সৌরশক্তিচালিত সেবাসমূহ পরিচালনা করা হবে। এই অর্থায়নের উল্লেখযোগ্য একটা অংশ প্রতিবন্ধীদের আত্মমর্যাদা উন্নয়ন ও তাদের অংশগ্রহণমূলক উন্নয়নে সম্পৃক্তকরনে ব্যবহৃত হবে। ।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ