শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ট্রেনের ছাদে ভ্রমণ করলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড

প্রকাশঃ

ট্রেনের ছাদে ভ্রমণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামীকাল (১ সেপ্টেম্বর) থেকে এ বিধিমালা কার্যকর করা হবে।

গত বুধবার (২৮ আগস্ট) জাতীয় দৈনিকে ট্রেনের ছাদে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং দণ্ডনীয় অপরাধ। ছাদে ভ্রমণের কারণে যে কোন মুহূর্তে দুর্ঘটনা সংঘটিত হয়ে ভ্রমণকারীর মৃত্যু হতে পারে। ছাদে ভ্রমণকারী ও ভ্রমণে উৎসাহ সহযোগিতা প্রদানকারী সমান অপরাধী। তাই বিজ্ঞপ্তিতে যাত্রীদের ছাদে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

একই সাথে ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নং ধারা উল্লেখ করে শাস্তির কথা বলা হয়েছে যে, ‘যদি কোন ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কাজের দ্বারা অথবা অবহেলা করে কোন যাত্রীর জীবন বিপন্ন করে। তবে তার ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।’

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ