শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

আজও ডিএসইতে সূচকের নিন্মমুখী ধারা অব্যহৃত

প্রকাশঃ

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় দিনেও পুঁজিবাজারে সূচকের পতন দেখা গেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৪২ কোটি ৯০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ১ লাখ ৩৪ হাজার ৭১২ বারে ১০ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ২২৪টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩ পয়েন্টে। শরিয়া সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে লেনদেন হয়েছে ৮৭ লাখ ৮৮ হাজার ৯৪৮ টাকার শেয়ার। সিএসই সার্বিক সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ