শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে বাঁচার উপায়

প্রকাশঃ

সম্প্রতি চীনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে, সেই সাথে বিশ্বের অন্য দেশগুলোতেও সেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই ভয়াবহ করোনা ভাইরাস, বাঁচার উপায় সম্পর্কে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে:

করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলি হল, শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। এটি শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় করে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে।

যেভাবে ছড়ায়:

১) আক্রান্ত ব্যক্তির মাধ্যমেই অন্য জনের মধ্যে এই ভাইরাস ছড়ায়।

২) শারীরিক ঘনিষ্ঠতা এমনকি করমর্দন থেকেও এই রোগ ছড়াতে পারে।

৩) রোগীর ব্যবহার করা জিনিস থেকেও এই রোগ হতে পারে।

প্রতিরোধ করবেন যেভাবে:

১) করোনাভাইরাস আক্রান্ত রোগী কাছ থেকে আসার পর ভালো করে হাত ধুতে হবে। নাক-মুখ ঢেকে হাঁচি-কাশি দিন।

২) ডিম, মাংস ভালো করে রান্না করে খাবেন।

৩) করোনাভাইরাসে আক্রান্ত রোগীর থেকে দূরে থাকুন।

৪) হ্যান্ডওয়াস বা সাবান দিয়ে নিয়মিত হাত ধুবেন।

৫) জনবহুল এলাকা এড়িয়ে চলুন।

করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ