শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

সূচকের সাথে লেনদেনও বেড়েছে আজ

প্রকাশঃ

আজ বুধবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৮০ শতাংশ বেড়েছে। সূচকটি ৭৫ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৯৯ শতাংশ বা ১৯ পয়েন্ট, আর ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৬৮ শতাংশ বা ২৩ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে টাকার অংকের আজ ৪২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৯৪ কোটি ১৭ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩২৮ কোটি ৩৩ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭০টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৯৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ