শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানার ছুটি বাড়ল

প্রকাশঃ

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন, বিজিএমইএ ও বিকেএমইএ।

বিজিএমইএর সভাপতি রুবানা হক ও বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান শুক্রবার যৌথ বিবৃতিতে বলেন, করোনার কারণে উদ্ভুত’ত পরিস্থিতিতে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বন্ধের সময় মজুরি দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠন ও শিল্পপুলিশকে অবহিত করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় শুক্রবার চতুর্থ দফায় করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন জারির পর বিজিএমইএ ও বিকেএমইএ কারখানা বন্ধের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ