বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

প্রকাশঃ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইয়ার ফ্যাশন গার্মেন্টস নামের একটি কারখানার শ্রমিকরা।

রামপুরা চৌধুরী পাড়ার অবস্থিত ওই গার্মেন্টস কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে রামপুরায় সড়কে দেখা দিয়েছে প্রচন্ড যানজট।ফলে যাত্রীদের পোহাতে হয় দূর্ভোগ।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ইয়ার ফ্যাশন গার্মেন্টসে তাদের পাঁচ মাসের বেতন বকেয়া পড়েছে। বেতন দেওয়া হবে বলে নানা টালবাহানা করছে মালিকপক্ষ। ফলে বাধ্যহয়ে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার পর বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।

এদিকে অবরোধের কারণে রামপুরা-চৌধুরীপাড়া রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকে পায়ে পথ চলছেন বাস থেকে নেমে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ