শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়ালো

প্রকাশঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যার ৩ হাজার ছাড়িয়েছে। গতকাল রোববার চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে।

সোমাবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৯০ শতাংশ মানুষ চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। চীন ছাড়া আরও ১০টি দেশে এ ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৭টি দেশের মানুষ।

চীনের বাইরে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইরানে ৫০ জন। তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে ৩৪ জনের। দক্ষিণ কোরিয়ায় ২০ জন, জাপানে ১২ জন এবং হংকং ও ফ্রান্সে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন।

এছাড়া যুক্তরাষ্ট্র ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে একজন করে করোনায় মারা গেছেন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা কমলেও চীনের বাইরে বাড়ছে করোনা রোগী।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তবে প্রাদুর্ভাবটি এখন কেন্দ্র পরিবর্তন করে বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ