শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামী ২৩ জুন চলতি বছরের হজ ফ্লাইট শুরু

প্রকাশঃ

আগামী ২৩ জুন চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। আজ রোববার (৮ মার্চ) সচিবালয়ে চলতি বছরের হজের নিবন্ধন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আগামী ২৩ জুন হজ ফ্লাইট শুরু হবে বলে আশা করছি।

তিনি বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় এ বছরের হজ প্যাকেজ অনুমোদিত হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ ঘোষিত হয়েছে। খরচ প্যাকেজ-১ এ সর্বমোট ৪ লাখ ২৫ হাজার, প্যাকেজ-২ এ ৩ লাখ ৬০ হাজার ও প্যাকেজ-৩ এ ৩ লাখ ১৫ হাজার টাকা।’

‘সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মত এ বছরই প্যাকেজ-৩ চালু করা হয়েছে। বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্যও ৩ লাখ ৫৮ হাজার টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে বেসরকারি এজেন্সিসমূহ সরকারি ব্যবস্থাপনার তিনটি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখেও প্যাকেজ ঘোষণা করতে পারবে। ইতিমধ্যে বেসরকারি হজ এজেন্সিসমূহের সংগঠন হাবও দুটি প্যাকেজ ঘোষণা করেছে।’

শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘আপনারা নিশ্চয় অবগত আছেন হজ একটি সময় আবদ্ধ কার্যক্রম। বছরের একটি নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে হজ অনুষ্ঠিত হয়। যথাসময়ে এর সব আয়োজন সম্পন্ন করতে হয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ৩৭ হাজার হজযাত্রী হজে যেতে পারবেন।’

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ