শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

করোনাভাইরাস: অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর স্থগিত

প্রকাশঃ

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর স্থগিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী শুক্রবার (২০ মার্চ) ভারতের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল জুনিয়র টাইগারদের। সেখানে আসাম অনূর্ধ্ব-১৬ দলের সাথে তিনটি তিন দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার সূচি ছিল তাদের। কিন্তু করোনা ভাইরাসের বিস্তারের কারণে আসন্ন সফরটি স্থগিত করার সিদ্বান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড।

পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীকালে পুনরায় সিরিজের জন্য সূচি করা হবে। এমনটা জানিয়েছেন বিসিবির গেম ডেভলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার।

তিনি বলেন, ‘২০ মার্চ আমাদের বাংলাদেশ ছাড়ার এবং ১২ এপ্রিল দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ায় সফরটি স্থগিত করা হলো।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে পাকিস্তানে তৃতীয় ও শেষ দফার সফর স্থগিত হয় বাংলাদেশ দলের। আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া ওই সফরে একটি করে ওয়ানডে ও টেস্ট ছিল। বড় ফরম্যাটের ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ