শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

প্রস্তুতি ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছেন বাংলাদেশ

প্রকাশঃ

শ্রীলঙ্কায় তিনদিনের ওয়াডে সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটিমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতির শুরুতেই ফিল্ডিংয়ে দুর্দান্ত করেছেন দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

কলম্বোর পি সারা ওভালে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ দল। ফলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে শ্রীলঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক নিরোশান ডিকভেলার উইকেট হারায় শ্রীলঙ্কা। ওভারের তৃতীয় বলে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রুবেল হোসেন।

দ্বিতীয় উইকেটে গুছিয়ে নেয়ার ইঙ্গিত দিচ্ছিলেন দানুশকা গুনাথিলাকা ও ওশাদা ফার্নান্দো। তবে সপ্তম ওভারের শেষ বলে ওশাদাকে মোসাদ্দেক সৈকতের হাতে ক্যাচ বানিয়ে সে সম্ভাবনা শেষ করে দেন রুবেল। ওশাদার ব্যাট থেকে আসে ১৪ বলে ২ রান।

পরের ওভারেই নিজের প্রথম উইকেট নেন তাসকিন আহমেদ। ইতিবাচক শুরু করা গুনাথিলাকাও ক্যাচ তুলে দেন মোসাদ্দেকের হাতে। আউট হওয়ার আগে ৫ চারের মারে ২৭ বলে ২৬ রান করেন তিনি।

মাত্র ৩৬ রানেই ৩ উইকেট হারানো দলকে কক্ষে ফেরানোর লক্ষ্যে জুটি বেঁধেছেন ভানুকা রাজাপাকশে ও শেহান জয়সুরিয়া।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ