শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

৯ দিন পর পুঁজিবাজারে লেনদেন শুরু আজ

প্রকাশঃ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টানা ৯ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকার পর আজ ১৮ আগস্ট, রবিবার থেকে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেন যথারীতি শুরু হয়েছে।

গত ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত লেনদেন বন্ধছিল উভয় পুঁজিবাজারে। ছুটির আগের দিন বৃহস্পতিবার সূচকের উর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়ে ছিল। যদিও সেদিন দিনের শুরুতে লেনদেনের সূচক ছিল নিম্নগামী। পরে দিনের শেষভাগে লেনদেন বেড়েছিল।

উল্লেখ্য, ৮ আগস্ট, বৃহস্পতিবারের সর্বশেষ পুজিবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭ পয়েন্টে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ