বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সূচক পতনে লেনদেন চলছে

প্রকাশঃ

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা সাড়ে ১১টায় ডিএসইতে ১২০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬০৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ