শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ ‘রিকভারি অব নন পারফর্মিং ইনভেস্টমেন্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘রিকভারি অব নন পারফর্মিং ইনভেস্টমেন্টস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ফজলুল করিম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এসময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার বিনিয়োগ বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফজলুল করিম বলেন, ব্যাংকের উন্নয়নে নন পারফর্মিং বিনিয়োগ দ্রুত আদায় করতে হবে। এতে একদিকে যেমন ব্যাংকের ব্যবসা বাড়বে, অন্যদিকে দেশের আর্থিক খাতেরও উন্নতি হবে। এসময় তিনি নন পারফর্মিং বিনিয়োগ আদায়ে বিভিন্ন আইনি দিক নিয়েও আলোচনা করেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ