বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঝালকাঠিতে এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু

প্রকাশঃ

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ঝালকাঠি শহরের তুতন প্লাজায় শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। সোমবার ২রা ডিসেম্বর, ২০১৯, ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত স্পন্সর শেয়ারহোল্ডার মোস্তাফিজুর প্রিন্স রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত পরিচালক এনআরবিসি ব্যাংক জনাব এ কে এম মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত জাহান সোনালী, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি জনাব কাজী খলিলুর রহমান, ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ মোস্তাহাক, বরিশাল শাখার ব্যবস্থাপক জনাব জি.কে.এ.এম মাকসুদ বিন হারুন, ঝালকাঠি স্পেশাল শাখার ইনচার্জ জনাব মামুন অর রশিদসহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া, এই সকল সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘‘এনআরবিসি প্লানেট’’। এছাড়া গ্রাহক সহজেই তার একাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ