বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাষ্টে ন্যাশনাল ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান প্রদান

প্রকাশঃ

২০২০ সাল বাঙ্গালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর। শত বছর পূর্বে ১৯২০ সালে এই বাংলায় জন্মগ্রহন করেছিলেন বাংলার ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ২০২০ সাল কে “মুজিব বর্ষ” ঘোষণা করেছে। বাঙ্গালির জাতীয় জীবনে জাতির জনকের গুরুত্বপূর্ণ অবদানের কথা প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট’ তথা বাংলাদেশ সরকার বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেডও এ উদযাপনের গর্বিত অংশীদার। এ উদযাপন উপলক্ষ্যে ন্যাশনাল ব্যাংক এর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট’ এ ব্যাংক এর পক্ষ থেকে ১০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়। ন্যাশনাল ব্যাংক এর পরিচালক জনাব রন হক সিকদার গণভবনে গতকাল ৬ জানুয়ারি, ২০২০, সোমবার আনুষ্ঠানিক ভাবে উক্ত ১০ কোটি টাকার চেক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ