শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

পাবনায় সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশঃ

মজুরি বৃদ্ধির দাবিতে পাবনার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। আজ সোমবার ভোর থেকে পাবনার সব রুটে এই অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একরাম হোসেন জানান, পাবনার মালিকরা পরিবহন ভাড়া দ্বিগুন বৃদ্ধি করলেও শ্রমিকদের বেতন ভাতা বাড়ায়নি। এ ছাড়া মালিক সমিতির লোকজন শ্রমিকদের ভবিষ্যতের কল্যাণে কোনো কাজ করছে না। বিধার মোটর শ্রমিক ইউনিয়ন আজ সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

এদিকে পরিবহন ধর্মঘটের ফলে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। সকালে পাবনা বাস টার্মিনালে এসে মানুষজন বাস না পেয়ে নছিমন করিমনে করে গন্তব্য যাওয়ার চেষ্টা করছে।

পাবনা মোটর মালিক গ্রুপের সহ-সভাপতি খোকন মালিথা জানান, শ্রমিকরা কোন আলটিমেটাম ছাড়াই ধর্মঘট শুরু করেছে যা অযৌক্তিক ও অন্যায়।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবহন ধর্মঘট নিরসনে প্রশাসন চেষ্টা করছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ