মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ব্যাংক হিসাবে টাকা জমা রাখার সার্ভিস চার্জ কমল

প্রকাশঃ

কোনো সার্ভিস চার্জ ছাড়াই এখন থেকে গ্রাহকরা ব্যাংকে ১০ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। আগে এই সীমা ছিল ৫ হাজার টাকা। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত প্রতি ছয় মাসে সার্ভিস চার্জ ১০০ টাকা আর ২ লাখ টাকা জমার ক্ষেত্রে ৫০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের ব্যাংকমুখী করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আগে সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে ৫ হাজার টাকা পর্যন্ত হিসাব সংরক্ষণে কোনো চার্জ দিতে হতো না। সার্কুলার অনুযায়ী, এখন ১০ হাজার টাকা পর্যন্ত ফ্রি। আর ২৫ হাজার টাকা পর্যন্ত ছয় মাসে ১০০ টাকা। ২৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত অ্যাকাউন্টে জমা থাকলে সার্ভিস দিতে হবে প্রতি ছয় মাসে ২০০ টাকা। ২ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে ২৫০ টাকা এবং এর বেশি জমা থাকলে প্রতি ছয় মাসে দিতে হবে ৩০০ টাকা। আর চলতি হিসাবে এই সার্ভিস চার্জ ৫০০ টাকা থেকে কমিয়ে প্রতি ছয় মাসে ৩০০ টাকা করা হয়েছে। অর্থাৎ বছরে দুইবার করে এই সার্ভিস চার্জ কাটবে ব্যাংকগুলো।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ