শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামী ১০ অক্টোবর হতে ভূমি সেবায় ‘কল সেন্টার’ উদ্বোধন

প্রকাশঃ

আগামী ১০ অক্টোবর হতে ভূমি মন্ত্রণালয়ের অত্যাধুনিক হটলাইন (১৬১২৩) কার্যক্রম (কল সেন্টার) চালু হবে বলে বলেছেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, স্বচ্ছতা ও দক্ষতার সাথে জনগণকে ভূমি সেবা দেয়ার এ পদ্ধতি একটা মাইলফলক।

সোমবার রাজধানীর মতিঝিলের বিআইডাব্লিউটিএ ভবনে অবস্থিত ভূমি সংস্কার বোর্ডের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। ভূমি অফিসের অনিয়মের অভিযোগগুলো জনগণের কাছ থেকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যেই মূলত হটলাইন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, মন্ত্রী প্রযোজ্য ক্ষেত্রে কোর্ট অব ওয়ার্ডস ভুক্ত সম্পদ দ্রুত ‘ক’ তফশিল ভুক্ত (খাস খতিয়ানভুক্ত) করার প্রক্রিয়া শেষ করা এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনার সভাপতিত্বে সভায় ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ আবদুল হক, বোর্ড সদস্য মোহাম্মদ জাকীর হোসেন ও যাহিদা খানমসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ