বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সৌদি থেকে আরও ১৩০ বাংলাদেশি কর্মী ফিরলেন

প্রকাশঃ

সৌদি আরব থেকে আরও ১৩০ বাংলাদেশি কর্মী দেশে ফিরে এসেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন তারা।

ধরপাকড়ের শিকার হওয়ায় দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি কর্মীরা। সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের অভিযোগ, ধরপাকড় অভিযানে বাদ যাচ্ছে না বৈধ আকামা থাকা কর্মীরাও। কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে পুলিশ অনেককেই গ্রেপ্তার করেছে। তাদের নিয়োগ কর্তাদের সঙ্গে যোগযোগ করা হলেও কর্মীদের ব্যাপারে কোনো দায়িত্ব বা সিদ্ধান্ত নিচ্ছেন না।

আকামা থাকা সত্ত্বেও কর্মীদেরকে ডির্পোটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে বলে অভিযোগ করছেন দেশে ফেরত যাওয়া কর্মীরা।

এদিকে চলতি বছরের ৯ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ হাজার বাংলাদেশি কর্মী ফেরত এসেছেন। এর মধ্যে অর্ধেকই এসেছেন সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে অন্তত ১২ হাজার কর্মী দেশে ফিরেছেন।এ নয় মাসে প্রায় এক হাজার নারীকর্মীও দেশে ফেরত এসেছেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ