বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দাবি মেনে বাড়ানো হলো ক্রিকেটারদের ম্যাচ ফি

প্রকাশঃ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ১৩ দফা দাবি নিয়ে ডাকা ধর্মঘটের অন্যতম দাবি ছিল ঘরোয়া ক্রিকেটে টাকার পরিমাণ আরও বাড়ানো। তাদের দাবি মেনে নিয়ে টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তি দিয়ে নতুন কাঠামো প্রকাশ করে বোর্ড।

জাতীয় লিগে প্রথম স্তরে এতদিন পর্যন্ত ম্যাচ ফি ছিল ৩৫ হাজার টাকা, সেটা ৭১ শতাংশ বেড়ে এখন হয়েছে ৬০ হাজার টাকা। দ্বিতীয় স্তরে আগে ক্রিকেটারদের ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা সেটা ১০০ শতাংশ বেড়ে এখন হয়েছে ৫০ হাজার টাকা।

প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের খেলোয়াড়দের জন্য দৈনিক ভাতা ছিল ১৫০০ টাকা। সেটা ৬৭ শতাংশ বেড়ে এখন হয়েছে ২৫০০ টাকা।

এখন থেকে দুই স্তরের খেলোয়াড়ের জন্যই ভ্রমণ ভাতা আগে ছিল ২৫০০ টাকা। এখন থেকে বিমান যোগে ক্রিকেটারদের নেওয়া হবে। তবে যে এলাকার সঙ্গে বিমান যোগাযোগ থাকবে না সেখাতে ৩৫০০ টাকা দেওয়া হবে। এগুলো কার্যকর হবে এই প্রথম রাউন্ড থেকেই।

আবাসনের ক্ষেত্রে ব্যয় ৮০ ভাগ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের দিনের খাবারের খরচও ৮৫ ভাগ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়া হোটেল থেকে ভেন্যুতে যাওয়ার জন্য শীততাপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হবে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ