বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

বিমানের বিজি০২২ ফ্লাইট থেকে ৫০টি স্বর্ণেরবার উদ্ধার

প্রকাশঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ৫০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ওমানের মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নং-বিজি০২২ এর সিটের নিচ থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়েছে।

কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৮ এ সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করা মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০২২ এর নং-২২সি সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০টি স্বর্ণবার পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫ কেজি ৮০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি বলেও জানান কাস্টমসের এই কর্মকর্তা।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ