শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পুঁজিবাজার শুরুর প্রথম ঘন্টায় শেয়ার লেনদেন ৭৪ কোটি টাকা

প্রকাশঃ

সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইতে ৭৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৯৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৩৪ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে ৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তি রয়েছে ২৪টির।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ