শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশের সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ

প্রকাশঃ

বাংলাদেশ-ভারত সীমান্তে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। গত রবিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনার পর নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি অপারেটর। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গ্রামীণফোন, টেলিটক, রবি এবং বাংলালিংককে পাঠানো নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে-ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসি এ নির্দেশনা দিয়েছে।”

একটি মোবাইল অপারেটরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, এ নির্দেশনার ফলে চার অপারেটরের প্রায় দুই হাজার বিটিএস বন্ধ করা হয়েছে। সব অপারেটরই এ নির্দেশনা বাস্তবায়ন করেছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ