বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলা একাডেমিতে চলছে পৌষ মেলা

প্রকাশঃ

আজ শনিবার (৪ জানুয়ারী) রাজধানী ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী পৌষ মেলা শুরু হয়েছে। এ মেলার আয়োজন করেছে পৌষমেলা উদযাপন পরিষদ। সকালে বাংলা একাডেমির নজরুল চত্বরের বটতলায় এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, পৌষমেলা উদযাপন পরিষদের সহ-সভাপতি ঝুনা চৌধুরী এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

মেলা উপলক্ষে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে চলছে দেশীয় পিঠা-পুলির প্রদর্শনীও। মেলায় মোট ৫০টি স্টল রয়েছে। এসব স্টলে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী পাটিসাপটা, তালবড়া, বিবিখানা, মেন্ডা, মোরা, ঝিনুক, দুধ চিতই, জামাই পিঠা, বউ পিঠা, ভাপা পিঠা, পুলি, পাকান, খেঁজুর পিঠা, মালপোয়াসহ নানা স্বাদের পিঠা। আছে পায়েস আর ফিরনিও।

পৌষমেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান যা প্রতিদিন বিকাল সাড়ে ৩টায় শুরু হবে। মেলা শেষ হবে (০৬ জানুয়ারি) সোমবার।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ