বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সৌদি আরব থেকে শতাধিক শ্রমিক দেশে ফিরলেন

প্রকাশঃ

সৌদিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের প্রতিনিয়ত আটক করা হচ্ছে। বৈধ-অবৈধ কর্মীদের যাচাই-বাছাই ও জেল-জরিমানা শেষে তাদের দেশের উদ্দেশে ফ্লাইটে তুলে দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে সৌদি এয়ারলাইন্সের দু’টি ফ্লাইটে ১৫ নারী শ্রমিকসহ মোট ১০৫ জন শ্রমিককে দেশে ফেরত পাঠায়।

গতকাল রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, শনিবার রাত ১১টা ২০ মিনিটে সৌদিয়া এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে জেদ্দা থেকে ১৫ নারী শ্রমিক দেশে ফেরেন।

এরপর রাতের অপর ফ্লাইটে ফিরেছেন আরো ৮৫ শ্রমিক। দু’টি ফ্লাইটে মোট ১০৫ জন দেশে ফিরেছেন বলে বিমানবন্দরে রেকর্ড রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম চার দিনে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে মোট ২৫০ শ্রমিক দেশে ফিরেছেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ