শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

উড্ডয়নের মুহূর্তে ছিটকে গেল ডেল্টা এয়ারের উড়োজাহাজ

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর ট্যাক্সিওয়ে থেকে উড্ডয়নের মুহূর্তে জমে থাকা তুষারের কারণে ডেল্টা এয়ার লাইনের এ-৩১৯ উড়োজাহাজ ছিটকে যায়। সেই সময় উড়োজাহাজটিতে যাত্রী ছিল ১২৯ জন যাত্রীছিল বলে জানা গেছে। এর পরে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর শুক্রবার সকালজুড়ে বন্ধ রাখা হয়।

পরে রান ওয়ে চালু করেও ব্যবহারের অনুপযোগী হওয়া বন্ধ করে দেন বিমানবন্দরের ব্যবস্থাপক। যাত্রীদের নিরাপদে নামিয়ে নিয়ে আসেন বিমানবন্দরের কর্মীরা। পরে শাটল বাসে করে তাদের টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় সকাল ধরে বিমান উড্ডয়নের মাঠ পরিষ্কার করা হয়। বড় বিমানগুলোর জন্য নিরাপত্তা নিশ্চিতের পর দুপুরের কিছু আগে পুরোপুরিভাবে খুলে দেয়া হয় বিমানবন্দর। বিমান ছিটকে যাওয়ার ঘটনায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও দেরিতে ছাড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ