শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সিটি নির্বাচনের দিন ঢাকায় সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ

প্রকাশঃ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিন  অথ্যাৎ ১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করায় দিনটিতে ছুটি ঘোষণার এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি পরিবর্তে ১ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন ১ ফেব্রুয়ারি শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।’

প্রসঙ্গত, শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেসব অফিস, প্রতিষ্ঠান বা সংস্থা শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হয়, সেসব অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ