শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

বাণিজ্যমেলার পর্দা নামছে আজ

প্রকাশঃ

রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার একাধিক ধাপে সময় বাড়ানোর পর অবেশেষে আজ বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারী) পর্দা নামছে। তবে এবারের আয়োজন খানিকটা হলেও হতাশ করেছে সংশ্লিষ্টদের। কারণ সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রায় পুরো মাসই এক রকম ক্রেতা খরায় ভুগছিল ২৫তম এই আয়োজন।

গত বছরের তুলনায় এ বছর বাণিজ্যমেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা কম। ক্রেতা-দর্শনার্থীদের চলাফেরায় যেন দুর্ভোগ না পোহাতে হয় সেজন্য মেলার মাঠে ফাঁকা জায়গা রাখা হয়েছে বলে মেলা শুরুর দিকেই জানিয়েছিল আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

আয়োজনকে সমৃদ্ধ করার লক্ষ্যে গেল বছরের চেয়ে এবার স্টল কমানো হয় প্রায় দেড়শ। কিন্তু সেখানেও সাফল্য নেই খুব বেশি। এছাড়া, নির্বাচনসহ একাধিক কারণে মেলা হারিয়েছে স্বাভাবিক গতি। শেষ বিচারে যার প্রভাব ছিল বেচাকেনায়। এবারের আয়োজনে ৫৫টি স্টলে পসরা সাজিয়েছে ২০ দেশের প্রতিষ্ঠান। আর দেশীয় স্টলের সংখ্যাও ছিল সোয়া চারশ’।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ