বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালালে পরিচ্ছন্নতাকর্মীর নিকট থেকে ৩২টি স্বর্ণবার উদ্ধার

প্রকাশঃ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিচ্ছন্নতাকর্মীর জুতার ভেতর থেকে ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ওই স্বর্ণবারগুলো জব্দ করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচ্ছন্নতাকর্মী জনাথুন মুক্তি বারিকদারকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, আজ সকাল ৮টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। কোনও এক যাত্রী এ সময় তার সিটের নিচে ওই স্বর্ণবারগুলো রেখে চলে যান।

তিনি জানান, যাত্রীর রেখে যাওয়া স্বর্ণ জুতার মধ্যে ঢুকিয়ে তা নিয়ে গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এ সময় তল্লাশি করে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৭৫০ গ্রাম যার বর্তমান বাজার মূল্য এক কোটি ৮৫ লাখ টাকা।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান আলমগীর হোসেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ