মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চীনে করোনা ভাইরাসে মৃত্যের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়াল

প্রকাশঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দিনে দিনে বাড়ছেই। এই মিছিলে প্রতিদিন অন্তত একশ মানুষ যুক্ত হচ্ছেন। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) নতুন করে ১৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীন কর্তৃপক্ষ। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা ১৫০০ ছাড়াল।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৫২৩ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৬ হাজার ৪৯২ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ দেওয়া নতুন ১৪৩ জনের মধ্যে ১৩৯ জনই হুবেই প্রদেশের।

করোনা ভাইরাস কীভাবে ছড়িয়ে পড়েছে এবং মারাত্মক আকার ধারণ করেছে সেটি নিয়ে অনুসন্ধান শুরু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন একটি দল। এছাড়া ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মী কীভাবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটি নিয়েও অনুসন্ধান শুরু করবে তারা। এই দলে ১২ জন আন্তর্জাতিক ও ১২ জন চীনা গবেষক থাকবেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ