শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

আজও বড় দরপতন, কমেছে লেনদেনও

প্রকাশঃ

সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে আজ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ‍সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭১ পয়েন্টে।

ডিএসইতে টাকার অংকে আজ ৬০০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬৭ কোটি ৮৩ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকা।

আজ ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৮৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ