শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

ওমানে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বন্ধ

প্রকাশঃ

একে একে বিভিন্ন রুটে বন্ধ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটসমূহ। কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের পর এবার ওমানে বন্ধ হলো বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট।

বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন জানান, ওমানের সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ মধ্যরাত থেকে ওমানের অধিবাসী ছাড়া কেউ সেদেশে প্রবেশের অনুমতি পাবে না। এরই প্রেক্ষাপটে বিমান ওমানের রাজধানী মাস্কাটে নিয়মিত ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এ কারণে আজই এই রুটে বিমানের শেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বিমান বলছে, মাস্কাট কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম থেকে মাস্কাটগামী আজকের ফ্লাইট (বিজি ১২১) রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে। এজন্য যাত্রীসাধারণকে বিকেল ৩টায় রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে। ফিরতি ফ্লাইটটি যথাসময়ে দেশের উদ্দেশে ছেড়ে আসবে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ও ভারতের আকাশপথে যাত্রী কমেছে। এর আগে যাত্রী সংকটে পড়ে ১০টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ