শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

আবার বাড়ছে গ্যাসের দাম: দুই বার্নার ১২০০ টাকা হচ্ছে

প্রকাশঃ

আবার গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এ দফায় দুই বার্নার ৮৫০ থেকে ১২০০ টাকা হচ্ছে এবং সব ধরনের গ্যাসের দাম ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো। গত সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে তিতাসসহ বিতরণ কোম্পানিগুলো নতুন প্রস্তাব দিয়েছে।

আগামী মাসে দাম বাড়ানোর উপর গণশুনানির পরিকল্পনা করছে বিইআরসি। জাতীয় নির্বাচনের কারণে সরকার গত বছর সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসে।

গত বছরের ১৮ আগস্ট থেকে পাইপলাইনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) যুক্ত হয়েছে। প্রতি ইউনিট ৩২ টাকা দরে আমদানি করে ওই গ্যাস ৭ টাকা ১৭ পয়সা দরে বিক্রি করার কারণে এ পর্যন্ত প্রায় ১৫০০ কোটি টাকা লোকসানে পড়েছে সরকার। গত বছর শুধু অক্টোবরে এলএনজিতে ভর্তুকি দিয়েছে ৫৬০ কোটি টাকা। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, তিতাস গ্যাসসহ অন্যসব বিতরণ কোম্পানিও তাদের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে জমা দিয়েছে।

জ্বালানি বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম অনেক বেশি। আর দেশে গ্যাসের চাহিদাও বাড়ছে দিন দিন। এ হিসাবে চাহিদা অনুযায়ী এলএনজি আমদানি করতে হলে সরকারকে আরও অনেক বেশি টাকা ভর্তুকি দিতে হবে। কাজেই গ্যাসের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প নেই।

জ্বালানি বিভাগের একটি সূত্র জানায়, এলএনজি আমদানিতে ভর্তুকি কমাতে সব ধরনের গ্যাসের দাম ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, নতুন প্রস্তাব অনুযায়ী দাম বাড়লে বাসাবাড়িতে দুই বার্নার চুলার দাম ৮৫০ থেকে বেড়ে ১২০০ টাকা করা হবে। আর এক বার্নারের দাম ৮০০ থেকে বেড়ে ১০০০ টাকা করা হবে। আবাসিক ছাড়াও দাম বাড়বে বিদ্যুৎ কেন্দ্র, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, শিল্প ও সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম। তবে সবচেয়ে বেশি দাম বাড়তে পারে বিদ্যুৎ, সার ও সিএনজি গ্রাহকদের।

চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ১০০০ মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত করার টার্গেট ছিল সরকারের। কিন্তু দাম বেশি হওয়ায় সরকার এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে জাতীয় গ্রিডে।

Most Hottest Cisco 210-260 Questions

Really difficult for this Li Yan Shen, actually make up to this age Cisco 210-260 Questions Also thanks to the spring, gave him a seven product of the Implementing Cisco Network Security deployment, otherwise, is not live to kill people I really do not know what the governor of Shandong several days doing According to the official system, alternate officials are not paid to get. In recent years, natural disasters, sharp Cisco 210-260 Questions reduction, salt class can no longer be lost. Tung Kuo fan tonight, although no episodes of 210-260 Questions ringworm, but due to preoccupied, triangular eye has been hanging, overcast like to kill. Hong Xiuquan and a group of Cisco 210-260 Questions people in Jintian Village, Guiping incident, I heard that also smashed Guiping s Yamen, magistrate is Yamen backyard garden over the wall before escaping, it is very CCNA Security 210-260 disturbing climate. He spelled his arms, unconsciously, blood was blocked.He had to try to stand with his feet to ease the pressure on his arms.

It is perhaps the CCNA Security 210-260 best choice to let people stay in the Implementing Cisco Network Security way. He followed three brothers, two with 210-260 Questions Cisco 210-260 Questions a rifle and the other Cisco 210-260 Questions with a shovel. Who http://www.examscert.com will fall first or who will serve soft lose.

When Liu Haizhu heard this, his face was red, and he was still red when he was carrying Zheng Li Cisco 210-260 Questions That s it I will go back Cisco 210-260 Questions to Wei Shu for a while and help you move your luggage. What s wrong Cisco 210-260 Questions Nothing, 210-260 Questions no, what time do you CCNA Security 210-260 go home Liu Haizhu quickly shifted the topic. Everyone has been stunned by this change, and some people have Implementing Cisco Network Security Cisco 210-260 Questions begun to doubt that they are dead or alive.

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ