শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

নিষেধাজ্ঞা তুলে আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া

প্রকাশঃ

আগামী (আগস্ট) মাসের মধ্যেই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নিতে পারে মালয়েশিয়া। গতকাল সোমবার আন্তর্জাতিক প্লান্টারস কনফারেন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান।

কুলাসেগারান বলেন, ‘বাংলাদেশ থেকে কর্মী আনা আবার চালু করতে স্থগিতাদেশটির পর্যালোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করি দু-এক মাসের মধ্যে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব।

উল্লেখ্য ২০১৮ সালের ১ সেপ্টেম্বর মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য ‘ফরেইন ওয়ার্কার অ্যাপলিকেশন সিস্টেম’ স্থগিত করে। গত সপ্তাহে বাংলাদেশের বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ কুয়ালালামপুরে বলেন, আগামী মাসে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানো যাবে বলে আশা করা হচ্ছে। নতুন নিয়োগ প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ