শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

প্রকাশঃ

যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দেশব্যাপী নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।  বুধবার শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো মিজানুর রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌ-যান ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।

জানা গেছে, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তীতে প্রতিমন্ত্রী দেশে ফেরার পর সংশ্লিষ্ট সকলের সাথে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে বলে জানান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক।

এর আগে, নূন্যতম মজুরি বাড়ানো, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ নানান অনিয়মের কারনে ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়ে দেশের সব নৌপথ।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বুধবার ভোর থেকে এই ধর্মঘটের কারণে সারা দেশে লাইটার জাহাজ চলাচল বন্ধ হওয়ায় বর্হিনোঙরে মাদার ভেসেল (বড় আকারের জাহাজ) থেকে পণ্য খালাসও বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, মধ্যরাতের পর থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন রাজধানীসহ দক্ষিণ জনপদের বিভিন্ন জেলার নৌপথের যাত্রীরা।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ