বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ আমানত বিমানবন্দরে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশঃ

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪টি স্বর্ণের বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে বিমানবন্দরে এয়ারক্রাফটে যাওয়া-আসার গাড়ি থেকে একটি প্যাকেটের ভেতর কালো টেপ দিয়ে মোড়ানো ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্বিত করেছেন বিমানবন্দরের ম্যানেজার সারওয়ার-ই-জামান।

তিনি বলেন, বিমানবন্দরে টার্মিনাল থেকে ফ্লাইট পর্যন্ত যাত্রী আনা-নেওয়ায় ব্যবহৃত রিজেন্ট এয়ারওয়েজের একটি গাড়ির একটি সিটের পাশে একটা প্যাকেটে ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কে বা কারা এ স্বর্ণের বারগুলো নিয়ে এসেছেন এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাস্টমস কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৭ কেজি ৫৬০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ