শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঈদে পুঁজিবাজার বন্ধ থাকবে টানা ৯ দিন

প্রকাশঃ

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে পুঁজিবাজার টানা ৯ দিন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল আযহায় সরকারি ছুটি থাকবে ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট। ঈদের আগে ৯ ও ১০ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৬ ও ১৭ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই ঈদের আগে ও পরে এই ৫ দিন সরকারি ছুটি। এরমধ্যে শুধুমাত্র ১৪ আগস্ট ‍(বুধবার) শেয়ারবাজার খোলা। তবে ডিএসইর পর্ষদ সেই দিনও পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত টানা ৯ পুঁজিবাজার দিন বন্ধ থাকবে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ