বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মাত্র ১৫০ টাকায় সারা মাস সীমাহীন কথা বলুন

প্রকাশঃ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফোনের মাসিক লাইনরেন্ট তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার মন্ত্রণালয়ে এক সভায় লাইনরেন্ট বাতিল করে বিটিসিএল থেকে বিটিসিএল ফোনে ১৫০ টাকা ফ্ল্যাট রেট করার সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আগামী ১৬ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

বর্তমানে বিটিসিএলের ফোনে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে মাসিক লাইনরেন্ট ১৬০ টাকা এবং অন্য জেলা শহরে ১২০ টাকা। উপজেলায় ৮০ টাকা। এছাড়া বিটিসিএল থেকে বিটিসিএলে কলরেট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি মিনিট ৩০ পয়সা এবং বাকি সময় ১০ পয়সা। সভার সিদ্ধান্তের ফলে এই লাইনরেন্ট এবং কলরেটের স্ল্যাব আর থাকছে না।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন বলেন, এই টাকায় (১৫০) সারা মাস যত মিনিট ইচ্ছা কথা বলা যাবে। বিটিসিএল থেকে অন্য অপারেটরে কলরেটও কমানো হয়েছে । এই কলরেট ৮০ পয়সা থেকে কমিয়ে প্রতিমিনিট ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ