শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

উভয় পুঁজিবাজারেই সূচকের উত্থান

প্রকাশঃ

আজ সোমবার সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। বেলা সাড়ে ১২টার সময়ে ডিএসইতে ২৪৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে। একই সাথে সিএসইতে ১০ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ৪৮২ টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫১ পয়েন্টে।

ডিএসইতে এই পর্যন্ত ৭০ হাজার ৬৬৯ বারে ৬ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন শুরু করা ৩৫১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ