বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

UCB Bank

ডিএসইতে ১ ঘণ্টায় ১২১ কোটি টাকার লেনদেন

প্রকাশঃ

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে সূচকের উথ্থান দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরু হ্ওয়ার প্রথম ঘন্টায় অথ্যাৎ সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২১ কোটি ৬৪ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপরদিকে লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন চলছে। এ সময় সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১০ কোটি ২২ লাখ ৩৮ হাজার ১৭১ টাকার শেয়ার। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, উল্লেখিত সময় অনুযায়ী ৩৩ হাজার ৯১৩ বারে ৪ কোটি ৪৩ লাখ ১২ হাজার ২২৬টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির; কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫১ পয়েন্টে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ