মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বকেয়া বেতনের দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশঃ

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নাসা মেইন ল্যান্ড গার্মেন্টসের শ্রমিকরা। জানা গেছে, বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা।

অভিযোগ উঠেছে, শ্রমিকদের দাবি, কোনো কারণ ছাড়াই শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। সেইসঙ্গে বকেয়া বেতনও পরিশোধ করা হয়নি। এ কারনেই তার গতকাল থেকেই তারা রাজপথে অবস্থান নিয়েছেন।

আন্দোলনরত এক নারী শ্রমিক বলেন, ‘আমরা মালিককে চাই। আমাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আমাদের মারধর করা হয়। কাজের বাইরে আমাদের দুই ঘণ্টা করে অতিরিক্ত খাটানো হয়।’

তার এই বক্তব্যকে সমর্থন করে আরেক নারী শ্রমিক জানান, কাজ না পারলে মেয়েদের মারধর করা হয়। বকেয়া বেতন পরিশোধ ছাড়াই আমাদের ছাঁটাই করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বুধবার রাতে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। সে সময় বুঝিয়ে বলার পর তারা সড়ক ছেড়ে চলে যায়। সকালে তারা আবারও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদেরও বোঝানো হচ্ছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ