শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বঙ্গোপসাগরে কয়লাবাহী লাইটার জাহাজ ডুবি

প্রকাশঃ

আজ বৃহস্পতিবার ভোরে সন্দ্বীপ চ্যানেল অতিক্রম করার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় হিরা পার্বত-৮ নামের একটি লাইটার জাহাজ।

জানা গেছে, ১১শ’ টন কয়লা বহন করে জাহাজটি চট্টগ্রাম বহিঃনোঙ্গর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ডের পাঁচটি জাহাজ সকাল ১০টার দিকে উদ্ধারে গেছে। জাহাজটিতে ১২ জন নাবিক ছিলেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহাবুব রশিদ। তবে কতজন নাবিক নিখোঁজ আছেন এ ব্যাপারে নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি।

তিনি আরও জানান যে দুর্ঘটনার সময় জাহাজটি তার নির্ধারিত যাত্রাপথের আড়াই কিলোমিটার দূর দিয়ে যাচ্ছিল। সাগরে তখন তিন নম্বর সংকেত চলছিল।

হিরা পার্বত-৮ জাহাজটির মালিক শামসুল হক। আর কয়লার মালিক জেএইচএম ইন্টারন্যাশনাল। জাহাজটির পণ্য পরিবহনের দায়িত্বে ছিল সমতা শিপিং।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ