প্রচ্ছদ খেলাধুলা আর্জেন্টিনার বিদায় অলিম্পিক ফুটবলে

আর্জেন্টিনার বিদায় অলিম্পিক ফুটবলে

0
ফুটবল অলিম্পিক

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হেরে টোকিও অলিম্পিকে যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয় তুলেছিল আলবিসেলেস্তেরা। শেষ ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ভেস্তে গেছে তাদের।

টোকিও অলিম্পিকে বুধবার স্পেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচের ৬৬ মিনিটে স্পেনের মিকেল মেরিনো লিড আনেন, ৮৭ মিনিটে সমতা আনা গোলটি করেন আর্জেন্টিনার টমাস বেলমন্টে।

আসরে তৃতীয় কোয়ার্টারে গ্রুপ ‘ডি’র চ্যাম্পিয়ন মুখোমুখি হবে গ্রুপ ‘সি’র রানার্সআপের। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তাদের বিপক্ষে লড়বে গ্রুপ ‘সি’র রানার্সআপ ৪ পয়েন্ট পাওয়া মিশর।

আর্জেন্টিনারও পয়েন্ট মিশরের সমান ৪, কিন্তু গোলপার্থক্যে ছিটকে পড়ল আর্জেন্টিনা।

নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ২-০তে হেরে বসেছিল আর্জেন্টিনা। আর মিশর প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল স্পেনের বিপক্ষে। সেই মিশর শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০তে হারিয়ে কোয়ার্টারে গেল।

গ্রুপ ‘সি’তে সেরা স্পেন অনূর্ধ্ব-২৩ দল, তাদের পাশে পয়েন্ট ৫, টোকিওয় প্রথম কোয়ার্টারে তারা মুখোমুখি হবে আইভরি কোস্টের।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version