প্রচ্ছদ বিশেষ খবর ঈদ শেষে আজও ঢাকামুখী যাত্রীদের বেশ চাপ

ঈদ শেষে আজও ঢাকামুখী যাত্রীদের বেশ চাপ

ঈদুল আজহা

প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ-উল ফেতর উদযাপন শেষে আজও (৮ মে) রাজধানীতে ফিরছে নগরবাসী। রেলপথ, নৌ ও সড়কপথে যাত্রীদের চাপ ছিল লক্ষ্য করার মতো।

আজ রবিবার সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, নগরীতে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। কিছু, ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ার ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এ ছাড়া অতিরিক্ত যাত্রী উঠায় ভোগান্তি আরও বাড়ে।

তবে যাত্রীরা বলছেন, গেল দুই বছর বিধিনিষেধের মধ্যে ঈদ কাটানোর পর, এ বছর করোনা মহামারির প্রকোপ ও বিধিনিষেধ না থাকায় তারা ঈদ উপভোগ করেছে।

এদিকে ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল মানুষের উপড়ে পড়া ভিড়। কিছু কিছু লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়ার অভিযোগ ছাড়া তেমন কোনও ঝামেলা না থাকায় আনন্দ প্রকাশ করেছেন ঢাকামুখী সাধারণ মানুষ।

অন্যদিকে ঈদের ভিড় এড়াতে এ দিনও ঢাকা ছেড়েন অনেকে। তবে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, কমলাপুর, গাবতলী, সদরঘাট ও মহাখালী বাস টার্মিনালে ফিরতি মানুষের ভিড় কিছুটা কম।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version