প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ৭ নাবিক আহত

এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ৭ নাবিক আহত

0
এফ-৩৫

যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান এফ-৩৫ অবতরনের সময় দুর্ঘটনায় পতিত হয়েছে। এ সময় অবতরনের সহযোগীতার কাজে যুক্ত থাকা ৭ জন নাবিক আহত হয়েছেন। এই ঘটনায় বিমানের পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরীর ডেকে এ দুর্ঘটনা ঘটে।

ইউএস প্যাসিফিক কমাণ্ডের অধীন পারমানবিক শক্তিচালিত বিমানবাহী রনতরী ইউএসএস কার্ল ভিনসন দক্ষিণ চীন সাগরে মোতায়েন রয়েছে। দুর্ঘটনা ঘটার সময় এফ-৩৫সি লাইটিং টু বিমানটি রুটিন ফ্লাইট পরিচালনা করছিল।

আহত ৭ নাবিকের মধ্যে ৩ জনকে ম্যানিলার মেডিকেল ফ্য্যাসিটিলিজে সরিয়ে নেয়া হয়েছে। তবে ঠিক কি কারণে তাদের ম্যানিলায় সরানো হলো তা জানানো হয়নি। তবে তাদের অবস্থা স্থিতিশীল জানানো হয়েছে।

আরও পড়ুন : অল্পের জন্য রক্ষা পেল আকাশে মুখোমুখি দুই উড়োজাহাজ এর যাত্রীরা

বাকি ৪ জন ইউএসএস কার্ল ভিনসনেই চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে। তবে যিনি চিকিৎসাধীন আছেন, বিবৃতিতে তার অবস্থা জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনার শিকার এফ-৩৫ এর অবস্থা ও ইউএসএস কার্ল ভিনসনের ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানা যায়নি।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version