প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এবি ব্যাংকের জে.পি. মরগানের পুরস্কার প্রাপ্তি

এবি ব্যাংকের জে.পি. মরগানের পুরস্কার প্রাপ্তি

0

এবি ব্যাংক সম্প্রতি জে.পি. মরগান ব্যাংক থেকে “২০২২ ইউএস ডলার ক্লিয়ারিং কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড” পেয়েছে। জে.পি. মরগান ১৯৯৭ সাল থেকে তাদের প্রতিসঙ্গি-ক্লায়েন্ট ব্যাংকের ধারাবাহিক ও উচ্চ মানের কার্যক্রমের স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বব্যাপী এই পুরস্কার দিয়ে আসছে।

জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ. এর ঢাকাস্থ বাংলাদেশ প্রতিনিধি অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক জনাব সাজ্জাদ আনাম উপরোক্ত বিষয়ে স্বীকৃতি সরূপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজালকে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version