প্রচ্ছদ বিশেষ খবর করোনার টিকার চতুর্থ ডোজ দিতে শুরু করছে ইংল্যান্ড

করোনার টিকার চতুর্থ ডোজ দিতে শুরু করছে ইংল্যান্ড

0
বুস্টার ডোজ

চলতি সপ্তাহে করোনার টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। সর্বশেষ এই বুস্টার ডোজ কেয়ার হোমের বাসিন্দা এবং যাদের বয়স ৭৫ বছরের বেশি প্রথমে তাদের দেওয়া হবে। স্থানিয় সময় রবিবার (২০ মার্চ) ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এ ঘোষণা দেয়।

এনএইচএস বলছে, প্রায় ৫০ লাখ মানুষকে এই ডোজ দেয়া হবে। এ ছাড়া ৬ লাখ লোককে আগামী সপ্তাহে টিকা নেওয়ার বুকিং দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ‘আমাদের ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে অসংখ্য জীবন বেঁচে গেছে। এটি একটি প্রতিরক্ষা প্রাচীর তৈরি করেছে, যা আমাদেরকে কোভিডের সাথে বাঁচতে শিখিয়েছে।’

এদিকে, ওমিক্রন ধরনের কারণে ব্রিটেনজুড়ে আবারও সংক্রমণ বাড়ছে। বর্তমানে প্রতি ২০ জনে একজন কোভিডে আক্রান্ত হচ্ছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার বলেছেন, আমরা চতুর্থ ডোজ দেয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনের কারণে এটি দিচ্ছি। উল্লেখ্য, কোভিড সংক্রমণ বিশ্বের যে কটি দেশে সবচেয়ে বেশি হয়েছে ব্রিটেন তার একটি।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version